SREE SREE MAA SWAPNESWARI CHARITABLE FOUNDATION

Regd. Office: 59, ANJUMAN A BEGUM ROW, KOLKATA- 700033, WEST BENGAL, INDIA
Regd. Under : MCA CIN: U85300WB2020NPL238874, 12 AA, 80G, CSR -1, NITI Aayog, Govt. of India

Devotee's Diary

Devotee's Diary

Devotee Anindya Chakraborty

শ্রী শ্রী মা swapneswari ধাম র কথা

সাল টা টিক মত মনে নেই,খুব সম্ভব 90 সনের কথা হবে।

একটি বিশেষ কাজে আমি চন্দ্রপুর গিয়েছিলাম।কাজ শেষ করতে বেশ কদিন লেগে গেলো,এবং যথা রীতি শ্রী শ্রী মা র আশীর্বাদে কাজ খুব ভালো ভাবে শেষ করি।কিন্তু পরের দিন সকাল বেলা শ্রী শ্রী মা swapneswari Devi র জন্মতিথি দিবস। আমাকে যেভাবেই হক কলকাতা তে আজ রাতেই ঢুকতে হবে।

সেই মত আমি কাজ সেরেই চন্দ্রপুর স্টেশন এ এলাম,এসেই শুনলাম ট্রেন বেশ late, এই ট্রেন যত দেরী করবে তত আমার কলকাতা যাওয়া অসম্ভব হয়ে যাবে। একমনে তাকে স্বরণ করছি,বেশ late করে ট্রেন টা এলো।যাহোক করে ট্রেন টা ধরলাম।ধনবাদ স্টেশন জখুন এলো,তখুন কলকাতা যাবার শেষ ট্রেন ছাড়তে দুই মিনিট বাকি আছে,আমি দৌড় শুরু করলাম,কোনো রকমে টিকেট কাউন্টার গিয়ে টিকেট চাইলে বললো বোধয় ট্রেন বেরিয়ে গেছে,আমি অনেক অনুরোধ করার পর টিকেট নিলাম,আমি ছুটলাম ট্রেন টা ধরার জন্য,আমার মুখে শুধু দেবী র নাম স্বরন , জ্ঞান শূণ্য হয়ে ছুটছি, সামনে দেখি একটা ট্রেন হুইসেল বাজিয়ে ছাড়ছে,আমি প্রায় লাফ মেরে উঠে পড়ি।তারপর অল্প পরে একটু স্থির হয়ে দেখি,আমার পুরোনো ট্রেন,দেরী করে ছাড়বার কারণ জানতে চাইলে জানতে পারি ,guard সাহেব র হাথ থেকে ফ্ল্যাগ পরে গিয়েছিল।তাই ছাড়তে দেরী।আমি মোহিত হয়ে গেছি, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, শ্রী শ্রী মা swapneswari দেবী র মহিমা দেখে। ধাম এ এসে ,আমি কিছু বলার আগেই শ্রী মা বলল এত জোরে চুটছিলিস কেনো,যদি পরে জেথিস। আমার জন্ম তিথি ,আর তুই আসবি না।এটা আমি হতে দিতে পারি না।

আমি ওনাকে একটা ভক্তি যুক্ত প্রণাম করলাম।

এই ছিলেন শ্রী শ্রী মা।

জয় মা swapneswari

Devotee Arjun

My Gurudeva, Swami Sri Sebak Bhai left his mortal vessel on 26th of January 2020.

Overwhelmed by the grief and agony of losing the most precious and divine companion which Grace had bestowed upon me I was tormented in deep turmoil.

Though I had been bestowed by his responsibility of a mission yet I found difficulty in having a clarity of vision. I was too blurred by my own despair, unfortunately sad, yet it was true.

To my utter surprise not so far did my days of prayer and invocation go in vain. As if though the inner vibes were reciprocated by the greater cosmos. Anindyada (Anindya Chakroborty) called me all of a sudden and asked me if I was interested in joining hands with him for the gracious charitable work or Seva for the greater wellbeing of the human race, which was the immediate orders and duties to be carried out by the innermost circle of Sri Sri Maa Swapneshwari Devi. At first I was taken a back by sheer surprise. I couldn’t come to terms with the fact that all that Dadabhai (Swami Sebak Bhai) had given me as a mission to be fulfilled were at par and more with that of Sri Maa. It has been an absolute privilege to be a humble part of the team carrying out the work of the very source of life itself.. Sri Sri Maa Swapneshwari Devi. 

Devotee Mousumi Bose

মা স্বপ্নেশ্বরি দেবী সম্পর্কে কি বলবো ভেবে পাই না। তিনি ছিলেন স্নেহ মমতা করুনার প্রতিমূর্তি। সদা হাস্যমবি উনি কোনদিনও কোন অন্যায়ের সাথে আপোস করেনি। মায়ের সন্তান দেরও উনি সেই শিক্ষা দিয়েছেন যে কোন কঠিন জিনিস উনি খুব সহজ ভাষায় কোন গল্পের মাধ্যমে বুঝিয়ে দিতেন, তাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তিনি সর্বদা বলতেন যে সংসারে থাকতে হবে পাঁকাল মাছের মতন গায়ে কাদা লাগবে না। যে কোন কাজ করো না কেন মন সর্বদা সেই ঈশ্বরের চরণে রাখবে আর অন্তরে তাঁর নাম জপবে।